আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই: প্রেস সচিব


আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই: প্রেস সচিব

গুম ও হত্যার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আওয়ামী লীগের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (২৪ অক্টোবর) মাগুরা-ঢাকা রোডের নবগঙ্গা পার্কে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, “জুলাই শহীদদের যেন জাতি স্মরণে রাখে, সেই উদ্দেশ্যেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।” তিনি আরও উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের সময় মাগুরার অনেক শহীদের স্মৃতি মানুষ ভুলে গেছে, কারণ তাদের স্মরণে তেমন কোনো স্থায়ী স্মৃতিচিহ্ন গড়ে তোলা হয়নি।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, “ফেব্রুয়ারির নির্বাচনে সব দল একমত হয়েছে এবং তারা নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। এবার দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।”

আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি বলেন, “তারা টাকার বিনিময়ে ভোট কেনাবেচা করেছে, নির্বাচনে কারচুপি করেছে। কিন্তু এবার এসবের কোনো সুযোগ থাকবে না। জনগণ নিজের ভোট নিজে দেবে, উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে।”

‘না ভোট’ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “যদি কোনো আসনে একজন প্রার্থী থাকে, সেখানে ‘না ভোট’ গ্রহণ করা হবে। আরপিও অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর কেউ নির্বাচিত হতে পারবে না।”

জুলাই সনদে সব রাজনৈতিক দলের স্বাক্ষর না করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়। অধিকাংশ রাজনৈতিক দল এতে একমত হয়ে স্বাক্ষর করেছে। যারা করেনি, তাদের শুধু কিছু মতপার্থক্য আছে, তবে মূল বিষয়ে তারা একমত।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×