দেশকে শেখ পরিবারের জমিদারি বানিয়েছিল হাসিনা: প্রেস সচিব
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০২:৫৪ পিএম, ২৪ অক্টোবর ২০২৫
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনা পুরো দেশকে শেখ পরিবারের জমিদারি হিসেবে পরিচালনা করতেন। জুলাই বিপ্লবে যারা জীবন উৎসর্গ করেছেন, তারা দেশকে নতুনভাবে গণতন্ত্রের পথে ফিরিয়ে এনেছেন। আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন সেই পরিবর্তনের আনুষ্ঠানিক রূপ দেবে বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার (২৪ অক্টোবর) মাগুরায় জুলাই যোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, “ফেব্রুয়ারির নির্বাচনে সব রাজনৈতিক দল একমত। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন। দেশের সাধারণ মানুষ ভোট দিতে কেন্দ্রে আসবেন।”
তিনি আরও বলেন, “এইবার মানুষ ভোট দেবে, কারণ গত ১৭ বছর হাসিনার শাসনামলে কেউ ভোট দিতে পারেনি। হাসিনার এমপিরা ঘুষ খেতেন, টাকার বিনিময়ে প্রার্থী নির্ধারণ করতেন। সেই টাকাই ক্ষমতাসীন দলের নেতারা ভাগ করে নিতেন, যার ফলে সাধারণ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল।”
নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “আমরা বিশ্বাস করি এবার একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন বারবার বলেছে—আওয়ামী লীগ আর নির্বাচনে অংশ নিতে পারবে না। সরকারের ওপর দেশি-বিদেশি কোনো চাপ নেই। আওয়ামী লীগ অসংখ্য মানুষকে হত্যা করেছে, তবুও তারা অনুতপ্ত নয়।”