কার্গো ভিলেজের আগুন পরিকল্পিত: কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন


কার্গো ভিলেজের আগুন পরিকল্পিত: কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নয়, বরং তা পরিকল্পিত বলে আশঙ্কা প্রকাশ করেছে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি, এই অগ্নিকাণ্ড দেশের শিল্প, আমদানি-রপ্তানি ও সামগ্রিক অর্থনীতিকে ধ্বংসের উদ্দেশ্যে ঘটানো হয়ে থাকতে পারে।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মিজানুর রহমান বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা দরকার। পাশাপাশি দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।”

বিবৃতিতে বিমানবন্দর এলাকার অগ্নি নিরাপত্তা ও আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থার বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করে তা আধুনিকায়নের দাবি জানানো হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং আমদানি পণ্যের জন্য নির্মাণাধীন গুদামঘর অস্থায়ীভাবে চালুর দাবিও করা হয়েছে।

ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে বলা হয়, আমদানি পণ্যের গুদামে রাখা প্রায় সব সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। কিছু কিছু পণ্য আকারে অক্ষত থাকলেও তাপ ও ধোঁয়ার কারণে তা ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, আগুন লাগার পর সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছাতে এবং কার্যকরভাবে আগুন নেভাতে ব্যর্থ হয়েছে।

ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন মনে করে, এই অগ্নিকাণ্ড দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রমকে বাধাগ্রস্ত করার একটি পরিকল্পিত প্রচেষ্টা হয়ে থাকতে পারে। এ বিষয়ে গভীর তদন্তের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×