শাহজালাল বিমানবন্দরে আগুন: বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১১:১৮ পিএম, ১৮ অক্টোবর ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে শুক্রবার দুপুরে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আর্থিক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (IAEAB) সভাপতি কবির আহমেদ।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতি হবে বলে আমরা ধারণা করছি। এয়ার এক্সপ্রেস ইউনিট পুরোপুরি পুড়ে গেছে।”
প্রত্যক্ষদর্শীদের বরাতে ফায়ার সার্ভিস জানায়, কার্গো এলাকায় আগুন লাগার পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় রানওয়েতে থাকা কয়েকটি উড়োজাহাজ দ্রুত সরে নেওয়া হয় নিরাপদ স্থানে। ফ্লাইট চলাচল সাময়িক বন্ধ থাকায় ঢাকামুখী অন্তত আটটি বিমান চট্টগ্রামে এবং একটি সিলেটে অবতরণ করতে বাধ্য হয়।
অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ মালামালের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, প্রায় ১০ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে এই ঘটনায়। আগুনে একটি ওয়্যারহাউজ ও একটি এয়ার এক্সপ্রেস ইউনিট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
এভিয়েশন বিশ্লেষকরা পুরো ঘটনাটির পেছনে ব্যবস্থাপনার ঘাটতি এবং নজরদারির অভাবকে দায়ী করছেন। তারা বলছেন, ঘটনাটি অসতর্কতা না কি অবহেলার ফল, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করা জরুরি।
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই বিকেল আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও অভিযানে অংশ নেন।