আগামী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা প্রবল


আগামী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা প্রবল

রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় আগামী পাঁচ দিন পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার প্রকাশিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি লঘুচাপের বর্ধিতাংশ রয়েছে। এই অবস্থার প্রভাবে মৌসুমি বায়ু বাংলাদেশে কম সক্রিয় এবং বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি মাত্রায় প্রবাহিত হচ্ছে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-একটি স্থানে অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু অংশ এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের দু-এক জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে, বাকি অঞ্চলে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, অন্যত্র আংশিক মেঘলা আকাশের মধ্য দিয়ে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, এই পাঁচ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর থেকে বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×