ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযুক্তরা দায়মুক্তি পাচ্ছেন: আইন উপদেষ্টা


ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযুক্তরা দায়মুক্তি পাচ্ছেন: আইন উপদেষ্টা

সরকার সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগের অংশ হিসেবে একটি বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে দায়ের হওয়া সব মামলা বাতিলের পথে। এই সিদ্ধান্ত কার্যকর হলে সেই আইনের আওতায় অভিযুক্ত এবং দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা সকল প্রকার মামলার দায় থেকে অব্যাহতি পাবেন।

শুক্রবার, ১০ অক্টোবর দুপুরে এই বিষয়ে নিজের ফেসবুক পোস্টে তথ্য জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি লেখেন, ‘গতকাল উপদেষ্টা পরিষদের সভায় ২০১৮ সালের ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে দায়ের হওয়া সব মামলা (স্পিচ অফেন্স) বাতিল করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে ওই আইনে সাজাপ্রাপ্ত ও মামলায় অভিযুক্ত সবাই মামলার দায় থেকে মুক্তি পাচ্ছেন।’

এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে ৯ অক্টোবর, বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেদিনের সভায় ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর ৫০ নম্বর ধারা সংশোধনের প্রস্তাব অনুমোদন পায়, যার মাধ্যমেই বাতিল করা হয় আগের আইন অনুযায়ী দায়ের হওয়া মামলাগুলো।

সভায় আরও অনুমোদন দেওয়া হয় মোট ১১টি অধ্যাদেশ ও তিনটি প্রস্তাব, যা দেশের আইন ও নীতিমালায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ সালে প্রণয়ন হওয়া এই বিতর্কিত আইনের কারণে বহু সাংবাদিক, অ্যাকটিভিস্ট ও সাধারণ নাগরিক নানা মামলার মুখোমুখি হন। নতুন অধ্যাদেশের সংশোধনের ফলে এই আইনের অতীতের ছায়া থেকে তারা মুক্তি পেতে যাচ্ছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×