ইসরায়েলের কারাগারে আটক শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা


ইসরায়েলের কারাগারে আটক শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা

গাজামুখী ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ (এফএফসি)-এর নৌবহর থেকে আটক হওয়ার পর ইসরায়েলের কারাগারে থাকা বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলমের মুক্তির জন্য কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। তার মুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তুরস্ক।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক জানিয়েছেন, তুরস্কের সহযোগিতায় ড. শহিদুল আলমকে মুক্ত করার চেষ্টা চলছে। তিনি বলেন, “তুর্কি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, শুক্রবার (১০ অক্টোবর) বিশেষ ফ্লাইটে তাকে আঙ্কারায় নিয়ে আসা সম্ভব হতে পারে।” তবে এখনও বিষয়টি নিয়ে শতভাগ নিশ্চয়তা পাওয়া যায়নি বলেও জানান রাষ্ট্রদূত।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে ড. শহিদুল আলমের আটক হওয়ার খবর জানার পরপরই বাংলাদেশ সরকার দ্রুত উদ্যোগ নেয়। জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোকে নির্দেশ দেওয়া হয় স্থানীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে মুক্তির প্রক্রিয়া ত্বরান্বিত করতে।

এরপর থেকেই সংশ্লিষ্ট দূতাবাসগুলো তুর্কি সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে এবং শহিদুল আলমের নিরাপদ মুক্তি ও দেশে প্রত্যাবর্তনের বিষয়ে সার্বক্ষণিক তদারকি করছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×