সংকট আছে, সামনে আরও আসছে: মাহফুজ আলম


সংকট আছে, সামনে আরও আসছে: মাহফুজ আলম

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ও গণআন্দোলনের পারস্পরিক বিভ্রান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তার মতে, রাজনৈতিক নেতৃত্বের অসাবধানতাই জনমনে জুলাইয়ের গণঅভ্যুত্থান ও সাম্প্রতিক সহিংস ঘটনাগুলোর মধ্যে কোনো পার্থক্য রাখছে না।

বৃহস্পতিবার, ৯ অক্টোবর, প্রেস ইনস্টিটিউটে আয়োজিত একটি প্রকাশনা উৎসব ও আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে সহিংসতা কম হয়েছে। তার ভাষায়, “ততটা ভায়োলেন্স হয়নি যতটা হবার কথা।” তবে রাজনৈতিক অগ্রহণযোগ্যতা ও দায়িত্বহীনতা জনপরিসরে এমন এক বিভ্রান্তি তৈরি করছে যেখানে মব ভায়োলেন্স এবং গণঅভ্যুত্থানকে সমানভাবে দেখা হচ্ছে।

তথ্য উপদেষ্টা বলেন, “মবোক্রেসি আমাদের ব্যর্থতা, সামাল দেওয়া যায়নি।”

এ সময় তিনি রাজনৈতিক নেতৃত্বের দিকে আঙুল তুলে প্রশ্ন তোলেন, জুলাই মাসে যে বিপ্লবী জনতার উত্থান হয়েছিল, তাতে নেতারা ব্যর্থ হয়েছেন কি না, তা নিয়েও আত্মসমালোচনার প্রয়োজন রয়েছে।

সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, “সংকট আছে, সামনে আরও সংকট আসছে।”

তিনি আরও মনে করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে যে ধরণের ‘ন্যারেটিভ’ বা বক্তব্যের ধারা তৈরি হয়েছিল, তা আবার ফিরে আসছে ভিন্নভাবে। তার ভাষায়, “আমরা মিডিয়াতে হস্তক্ষেপ করিনি। তবে জুলাই নিয়ে মিডিয়াগুলো সংবেদনশীল ছিল না। যেসব ন্যারেটিভে শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় ছিল, নানা মোড়কে সেসব আবার ফেরত আনা হচ্ছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×