দেশের বর্তমান যে অবস্থা, তাতে কাজ আদায় করে নেওয়া কঠিন: সিইসি


দেশের বর্তমান যে অবস্থা, তাতে কাজ আদায় করে নেওয়া কঠিন: সিইসি

বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে দায়িত্ব পালন করা অত্যন্ত চ্যালেঞ্জিং এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশে কাজ করা খুবই ডিফিকাল্ট। পার্টিকুলারলি যে অবস্থার মধ্যে দিয়ে দেশটা যাচ্ছে, তাতে কাজ আদায় করে নেওয়া কঠিন। কিছু কিছু পক্ষের লোকের জন্য খুব সুবিধা। আর বেশিরভাগ পক্ষের লোকের জন্য ডিফিকাল্ট। এই সিচুয়েশনে এখন আমরা দাঁড়িয়ে আছি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত নির্বাচন কর্মকর্তা সম্মেলন ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এবং নানা দাবি-দাওয়া নিয়ে কাজ করছেন। এর ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বহু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে, যা বাইরে থেকে বোঝা কঠিন হলেও বাস্তবে তাদের সামলাতে হচ্ছে।

নির্বাচনী কর্মকর্তাদের প্রতি নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে নাসির উদ্দিন বলেন, আপনারা ওয়াদা করেছিলেন নিরপেক্ষভাবে কাজ করবেন এবং প্রফেশনালি কাজ করবেন। আইন মেনে কাজ করবেন। নির্দেশনা আমরা দেব। কিন্তু বেআইনি কোনো নির্দেশনা কিংবা কারো পক্ষে কাজ করার জন্য আমরা নির্দেশনা দেব না।

তিনি আরও বলেন, আমি চাই কোনো দলের পক্ষে হয়ে কেউ কাজ করবেন না। এটা আমরা প্রত্যাশা করি না এবং আপনারা আজ ওয়াদা করলেন যেকোনো ব্যক্তির বা পক্ষের পক্ষপাতদুষ্ট হয়ে আপনারা কাজ করবেন না।

চলমান রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে ইঙ্গিত করে সিইসি বলেন, এই নির্বাচন একটা বিশেষ পরিস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুতরাং আমাদেরও বিশেষভাবে এটা মোকাবেলা করতে হবে। অতীতে যাই ঘটে থাকুক, আমাদের প্রমাণ করতে হবে সুষ্ঠু নির্বাচন আমরা করতে পারি। এর কোনো ব্যতিক্রম হওয়ার সুযোগ নেই এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমি নিশ্চিত এটা করব।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×