প্রতিমা বিসর্জনে সারা দেশের নৌ-পথে নিরাপত্তায় থাকবে কোস্ট গার্ড
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৭:৫০ পিএম, ০১ অক্টোবর ২০২৫

বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন উপলক্ষে সারা দেশের নৌপথে নিরাপত্তা জোরদার করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। জানমালের সুরক্ষা নিশ্চিত করতে অপ্রীতিকর ঘটনা এড়াতে বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হবে বলে জানিয়েছেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক।
বুধবার সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনের দুর্গা মণ্ডপ পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
তিনি বলেন, প্রতিমা বিসর্জনের দিন আইনশৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ডও অন্যান্য বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করবে। পাশাপাশি বিসর্জনকেন্দ্রিক বিভিন্ন স্থানে বিশেষ নজরদারি থাকবে এবং ডুবুরি দল প্রস্তুত থাকবে। দর্শনার্থীদের উদ্দেশে তিনি আহ্বান জানান কেউ যেন অতি উৎসাহী হয়ে দুর্ঘটনার ঝুঁকি তৈরি না করেন।
এর আগে রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক মিশনপাড়া রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে কথা বলে নিরাপত্তা ব্যবস্থা ও পূজা নির্বিঘ্নে সম্পন্নের বিষয়টি খোঁজখবর নেন। এ সময় রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী একনাথানন্দ, পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর কুমার দে সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।