৪৯টি পূজামণ্ডপে নাশকতার চেষ্টা ব্যর্থ: র‌্যাব মহাপরিচালক


৪৯টি পূজামণ্ডপে নাশকতার চেষ্টা ব্যর্থ: র‌্যাব মহাপরিচালক

দেশজুড়ে ৩৫ হাজার পূজামণ্ডপের মধ্যে অন্তত ৪৯টিতে নাশকতার চেষ্টা করা হয়েছিল, যা র‌্যাবের কঠোর তৎপরতায় ব্যর্থ হয়েছে। এ তথ্য জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

বুধবার (১ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে চলেছে। ৩৫ হাজার মণ্ডপের মধ্যে ৪৯টিতে কিছু নাশকতাকারী, কাপুরুষ ও অসুস্থ মানসিকতার মানুষ বিচ্ছিন্ন ঘটনার চেষ্টা করেছে। আমরা প্রতিটি ঘটনার ক্ষেত্রে কঠোর আইনি ব্যবস্থা নিয়েছি এবং এ পর্যন্ত ১৯ জনেরও বেশি নাশকতাকারীকে গ্রেফতার করা হয়েছে। পূজার উৎসব যেভাবে হচ্ছে তাতে আমরা সন্তুষ্ট।

নাশকতাকারীদের ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, সারা দেশে সব পূজামণ্ডপের নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি। রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর হয়েছে। এটি শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয়। যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এবার দুর্গাপূজা মোটামুটি সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে। আমাদের দেশে সম্প্রীতির পরিবেশে কেউ নাশকতা করতে পারবে না।

ধর্মীয় অনুষ্ঠানগুলো যেন স্বতঃস্ফূর্তভাবে, আইনশৃঙ্খলা বাহিনীর বেষ্টনীর বাইরে আয়োজন করা যায়, সেই প্রত্যাশা প্রকাশ করে তিনি বলেন, যেদিন এই অনুষ্ঠানগুলো স্বতঃস্ফূর্তভাবে পালিত হবে, সেদিনই প্রকৃত আনন্দ দেখা যাবে। আপাতত আমাদের পরিস্থিতি অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নিতে হচ্ছে। আশা করি, সেই দিন দ্রুত আসবে।

পরিদর্শনে উপস্থিত ছিলেন র‌্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দীন, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু, রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে এবং সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×