সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৭:৩৭ পিএম, ০১ অক্টোবর ২০২৫

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গঠিত একটি সুস্পষ্ট লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর ও এর আশেপাশে বায়ুচাপের তারতম্য বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিসের সূত্র জানিয়েছে, লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং ঘনীভূত হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর উত্তর-পশ্চিম এলাকায় নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় উপকূলীয় এলাকায় যেকোনো সময় ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে।
আজ বুধবার সকাল ১১টা থেকে পটুয়াখালীর বিভিন্ন স্থানে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। ফলে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং নদীর পানিও কিছুটা বৃদ্ধি পেয়েছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, নিম্নচাপের সময় সাগরে থাকা মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছে সাবধানে চলাচল করতে হবে।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, “উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে এবং দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে, তাই সতর্ক থাকা জরুরি।”