যুক্তরাষ্ট্রে আ.লীগ কর্মীদের বিরুদ্ধে মামলা করলেন আখতার


যুক্তরাষ্ট্রে আ.লীগ কর্মীদের বিরুদ্ধে মামলা করলেন আখতার

নিউইয়র্কে বাংলাদেশি রাজনীতির উত্তাপ, বিমানবন্দরে হামলা ও ডিম নিক্ষেপের ঘটনায় মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

স্থানীয় সময় বুধবার রাত একটায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার বেলা ১১টা) জন এফ কেনেডি বিমানবন্দরের কাছে পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় মামলা দায়ের করেন তিনি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এনসিপির অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত ভিডিও বার্তায় আখতার হোসেন জানান, “এয়ারপোর্টে হামলার পরে সন্ধ্যায় আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেলের লবিতে এসে হামলার চেষ্টা করেছিল। সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা এবং আমার শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তী সময়ে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার আমাদের মামলা দায়ের করার পরামর্শ দেন। সেই অনুযায়ী বিমানবন্দরের খুব কাছের থানায় গিয়ে আমি মামলা দায়ের করেছি। যারা সেই দিন আমাদের ওপর হামলা করেছে, হত্যাচেষ্টা করেছে এবং হুমকি দিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।”

এর আগে সোমবার, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইউনাইটেড নেশনস অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউইয়র্কে গিয়ে বিমানবন্দরে বিএনপি ও এনসিপির নেতারা আক্রমণের শিকার হন। নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের ঘিরে ইউনূসবিরোধী স্লোগান দেন, গালাগাল করেন এবং আখতার হোসেনের উপর ডিম নিক্ষেপ করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×