শাপলা প্রতীক চেয়ে আবারও ইসিতে এনসিপির চিঠি


শাপলা প্রতীক চেয়ে আবারও ইসিতে এনসিপির চিঠি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের সিনিয়র সচিবকে ‘শাপলা’ প্রতীক বরাদ্দের জন্য চিঠি দিয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) এনসিপি থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর সংশোধনের মাধ্যমে ‘শাপলা ‘সাদা শাপলা’ অথবা লাল শাপলা এই তিনটি প্রতীককে নির্বাচনী প্রতীকের তালিকায় অন্তর্ভুক্ত করা হোক। এরপর যেকোনো একটি প্রতীক এনসিপিকে বরাদ্দের জন্য দেওয়া হোক। এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর এ আবেদন ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×