নির্বাচনে সেনা, নৌ ও বিমানবাহিনী মোতায়েন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৪:১৩ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৫

আসন্ন নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌ-বাহিনী ও বিমানবাহিনীও মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, এখন মাঠে প্রায় ৩০ হাজার সেনা রয়েছে। নির্বাচনে সংখ্যা বেড়ে এক লাখের মতো হবে। এর সঙ্গে নৌ-বাহিনী ও বিমানবাহিনীও থাকবে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র্যাব, আনসার ও কোস্টগার্ড সবাই নির্বাচনে দায়িত্ব পালন করবে। তবে সুষ্ঠু নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নয়, জনগণের ওপরও নির্ভর করে।
লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারের অগ্রগতি সম্পর্কে জাহাঙ্গীর আলম জানান, চট্টগ্রামের ভৌগোলিক বৈচিত্র্যের কারণে অভিযান চালানো কঠিন হলেও পুলিশ কাজ করছে। তিনি বলেন, কিছু অস্ত্র বাইরে রয়ে গেছে। পাহাড়, সমুদ্র ও সমতলের কারণে চট্টগ্রামে অভিযান পরিচালনা ডিফিকাল্ট। নির্বাচনের আগেই আরও অস্ত্র উদ্ধার করা হবে। ইতোমধ্যে পুলিশের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
এসময় পার্শ্ববর্তী দেশ থেকে ছড়ানো গুজবের বিষয়েও সাংবাদিকদের সহযোগিতা চান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, শুরুতে আমাদের প্রতিবেশী দেশ অনেক উল্টাপাল্টা খবর ছড়িয়েছিল। আপনারা তা মোকাবিলা করেছেন বলেই তারা সুবিধা করতে পারেনি। সামনে পূজা উপলক্ষে আবারও গুজব ছড়াতে পারে। আমি অনুরোধ করবো, আগের মতো দায়িত্বশীল ভূমিকা রাখবেন যাতে জনগণ সত্য সংবাদ পায়।