রাতারগুলে নৌকায় জলাবনে ঘুরছেন ডা. আসিফ নজরুল
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:৪১ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৫

পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন সিলেট জেলা প্রশাসক মো. সারোয়ার আলম ও সরকারি বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জলাবন ঘুরে দেখার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. আসিফ নজরুল বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করে এই জলাবনের উন্নয়নে আরও অবকাঠামোগত উদ্যোগ নেওয়া জরুরি। দেশের একমাত্র স্বীকৃত জলাবন হিসেবে রাতারগুল শুধু প্রাকৃতিক নয়, পর্যটন দিক থেকেও গুরুত্বপূর্ণ। স্থানীয়দের জীবনমান উন্নয়নে সরকার পর্যটন খাতে প্রয়োজনীয় সব সহযোগিতা দেবে।
পরিদর্শনের সময় তিনি নৌকায় চড়ে জলাবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন এবং স্থানীয় মাঝিদের পরিবেশনায় বিভিন্ন লোকগীতি ও আঞ্চলিক গান শুনেন।
রাতারগুল জলাবন প্রতিবছর বর্ষা মৌসুমে পর্যটকদের একটি প্রধান আকর্ষণ। তবে পর্যাপ্ত অবকাঠামো ও সুরক্ষামূলক ব্যবস্থার অভাবে পরিবেশের ওপর চাপ পড়ে, এজন্য বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে জলাবনের উন্নয়ন ও সংরক্ষণের মধ্যে ভারসাম্য বজায় রাখার ওপর জোর দিয়ে আসছেন।