চট্টগ্রাম বন্দরে ১দিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং, নতুন রেকর্ড


চট্টগ্রাম বন্দরে ১দিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং, নতুন রেকর্ড

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) এক দিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)।

নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত এ প্রতিষ্ঠান জানায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টায় মোট পাঁচ হাজার ১৯ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে। এর মধ্যে আমদানি কনটেইনার ছিল দুই হাজার ১০১ টিইইউএস এবং রপ্তানি কনটেইনার দুই হাজার ৯১৮ টিইইউএস। এটি এখন পর্যন্ত বন্দরের এক দিনে সর্বোচ্চ হ্যান্ডলিংয়ের রেকর্ড।

গত ৭ জুলাই থেকে এনসিটি-২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থের দায়িত্ব গ্রহণ করে সিডিডিএল। দায়িত্ব পাওয়ার পর থেকেই বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ে দৃশ্যমান উন্নতি এসেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সিডিডিএলের কর্মকর্তারা জানান, দক্ষ জনবল, আধুনিক প্রযুক্তি এবং সমন্বিত ব্যবস্থাপনার কারণে এখন জাহাজ থেকে ডেলিভারি গেট পর্যন্ত পুরো প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যাচ্ছে।

প্রাপ্ত তথ্যে দেখা যায়, চলতি মাসের ১ থেকে ২৮ আগস্ট পর্যন্ত এনসিটির চারটি বার্থে মোট ১ লাখ ৯ হাজার ২১৭ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। দৈনিক গড়ে প্রায় ৩ হাজার ৯০৩ টিইইউএস, যা আগের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি।

এর আগে গত ২৬ আগস্ট প্রকাশিত এক বিশ্লেষণে দেখা যায়, সিডিডিএল দায়িত্ব নেওয়ার পর প্রথম ৪৯ দিনে বন্দরে হ্যান্ডলিং হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৯৩১ টিইইউএস কনটেইনার। একই সময়ে পূর্বের অপারেটর হ্যান্ডলিং করেছিল ১ লাখ ১৯ হাজার ২৭৬ টিইইউএস। অর্থাৎ মাত্র দেড় মাসে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে প্রায় ৪৭ শতাংশ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×