বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন
তিন হাজার কোটি টাকার পণ্য পুড়ে যাওয়ার শঙ্কা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০১:৪৬ পিএম, ১৯ অক্টোবর ২০২৫

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। আনুষ্ঠানিকভাবে এখনও ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়নি, তবে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ধারণা—আগুনে প্রায় তিন হাজার কোটি টাকার পণ্য পুড়ে গেছে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে গুরুত্বপূর্ণ নথি, ওষুধের কাঁচামাল, বন্ডেড কাঁচামাল এবং কেমিক্যাল পণ্যসহ প্রায় সব পণ্য ধ্বংস হয়ে গেছে। এতে হাজার হাজার ব্যবসায়ী সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিশেষ করে ছোট ও মাঝারি আমদানিকারকরা।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, শনিবার দুপুর সোয়া ২টার দিকে কার্গো ভিলেজের কুরিয়ার ইউনিটে আগুনের সূত্রপাত হয়। কুরিয়ার ইউনিটের পাশেই রাসায়নিক গুদাম এবং মূল্যবান দাহ্য পদার্থ রাখা থাকে। আগুন ছড়িয়ে পড়ে বন্ডেড পণ্য সংরক্ষিত গুদামে, যেখানে কাঁচামাল রাখা হয়। আগুন লাগার দিন বৃহস্পতিবার রাজস্ব পরিশোধ করা বহু আমদানিকারক পণ্য খালাস নিতে পারেননি। এছাড়া শুক্র ও শনিবারের সরকারি ছুটির কারণে কার্গো ভিলেজে পণ্যের পরিমাণ স্বাভাবিক দিনের তুলনায় বেশি ছিল, যা ক্ষতির পরিমাণ বাড়িয়েছে।
ঢাকা কাস্টম হাউস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বলেন, “কার্গো ভিলেজের এই অগ্নিকাণ্ডে প্রায় সব পণ্য পুড়ে গেছে। গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, কেমিক্যাল, বন্ডেড কাঁচামাল, ওষুধের জরুরি কাঁচামাল—সবই ধ্বংস হয়েছে। দ্রুত শিপমেন্টের জন্য আনা পণ্যেরও ক্ষতি হয়েছে। প্রতিদিনের আমদানি-রপ্তানির পরিমাণ বিবেচনায় প্রায় তিন হাজার কোটি টাকার ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।”
কাস্টম হাউস সূত্র জানায়, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চলমান থাকে। সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার কার্যক্রম সীমিত হলেও, কার্গো ভিলেজে পণ্যের সংখ্যা বেশি থাকে। এছাড়া বৃহস্পতিবার শুল্ক-কর পরিশোধ করা পণ্যও শনিবার বা রোববার খালাস হয়।
ইলেকট্রনিক্স পণ্য আমদানিকারক জাহাঙ্গীর আলম বলেন, “আমার ৪৮৬ কার্টন ইলেকট্রনিক্স পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। এই পণ্য চালানের বিপরীতে ২০ লাখ টাকা শুল্ক-করও পরিশোধ করেছি। এক আগুনে সব শেষ হয়ে গেল।”
এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছোট ও মাঝারি ব্যবসায়ীদের ভবিষ্যৎ ব্যবসায়িক কার্যক্রমে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।