কার্গো ভিলেজে আগুন: ২১ ঘণ্টা পরও ধ্বংসস্তূপে ধোঁয়া


কার্গো ভিলেজে আগুন: ২১ ঘণ্টা পরও ধ্বংসস্তূপে ধোঁয়া

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ২১ ঘণ্টা পরও ধোঁয়া বের হচ্ছে। রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টার পর ধ্বংসস্তূপে ফায়ার সার্ভিস কর্মীরা পানি ছিটাচ্ছেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নির্বাপণ করা যায়নি। ধোঁয়া উঠছে এবং ২২টি ইউনিট এখনও আগুন নেভাতে কাজ করছে। আগুন যাতে ছড়িয়ে না পড়ে, তাই অনবরত পানি ছিটানো হচ্ছে।

আগুনের ধ্বংসস্তূপ দেখতে ভুক্তভোগী ও সাধারণ মানুষ সকাল থেকে বিমানবন্দরে আসছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না।

সিঅ্যান্ডএফ এজেন্ট রেজাউল করিম রনি বলেন, শুক্র-শনিবার আমদানি বন্ধ থাকে, কিন্তু রপ্তানি খোলা থাকে। শনিবার সকালে আমি এক্সপোর্ট করতে আসি। বৃহস্পতিবার টাকা জমা দিয়েছি, কিন্তু মালামাল নিতে পারিনি। রোববার নেওয়ার কথা ছিল, আগুনে সব পুড়ে গেছে। এ ঘটনায় দেশের তৈরি পোশাক কারখানায় সরবরাহে সমস্যা হবে। ক্ষয়ক্ষতির পরিমাণ হাজার কোটি টাকার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে কার্গো ভিলেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট, নৌবাহিনী, বিমানবাহিনী, সিভিল অ্যাভিয়েশন, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

সূত্র জানায়, কার্গো ভিলেজ বিমানবন্দরের পোস্ট অফিস ও হ্যাঙ্গারের মাঝামাঝি এলাকায় অবস্থিত, আট নম্বর গেটের পাশেই। আগুন আমদানি কার্গো কমপ্লেক্স ভবনে লেগেছিল, যেখানে রাখা মালামালের প্রায় সব পুড়ে গেছে।

ভয়াবহ আগুনের কারণে বিমানবন্দরে সব উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ঢাকার পরিবর্তে বিমানগুলো চট্টগ্রাম ও সিলেটে অবতরণ করে। রাত ৯টার পর পরিস্থিতি স্বাভাবিক হলে উড়োজাহাজ ওঠানামা শুরু হয়। ছয় ঘণ্টায় ২৩টি আন্তর্জাতিক ফ্লাইট অন্য বিমানবন্দরে অবতরণ করে, এতে শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন।

আগুন নেভাতে গিয়ে ফায়ার ফাইটার, সিভিল অ্যাভিয়েশন ও আনসারসহ ৩৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ২৫ জন আনসার সদস্য। তাদের সিএমএইচ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, আগুন লাগা ভবনে বিপুল পরিমাণ কাপড় ও দাহ্য পদার্থ রাখা ছিল, যার কারণে আগুন নিয়ন্ত্রণে বেশি সময় লেগেছে। কার্গো ভিলেজ কখন পুনরায় চালু হবে, তা পরে জানানো হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×