আগুনে ক্ষতির হিসাব চলছে, বিকেলে বৈঠক ডেকেছে মন্ত্রণালয়: বাণিজ্য উপদেষ্টা
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৩:৪৭ পিএম, ১৯ অক্টোবর ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
রোববার (১৯ অক্টোবর) সকালে কার্গো ভিলেজ এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় শনিবার রাত পৌনে ৯টার মধ্যে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে। তবে কী পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে, তা এখনো নিরূপণ চলছে।
উপদেষ্টা জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ছাড়াও বিভিন্ন নিরাপত্তা ও সহায়ক বাহিনী একযোগে কাজ করেছে। “ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট ও সংশ্লিষ্ট সংস্থার সমন্বিত প্রচেষ্টায় রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে,” বলেন তিনি।
শেখ বশিরউদ্দীন আরও বলেন, “বর্তমানে অ্যাসেসমেন্টের কাজ চলছে এবং কতটুকু সম্পদের ক্ষতি হয়েছে, তা নিরূপণের চেষ্টা চলছে।”
তিনি জানান, এ ঘটনার পরবর্তী করণীয় নির্ধারণে বাণিজ্য মন্ত্রণালয়ে আজ (রোববার) বিকেল সাড়ে ৩টায় সংশ্লিষ্ট সব সংস্থাকে নিয়ে বৈঠক ডাকা হয়েছে।