কর্ণফুলী টানেল প্রকল্পে ৬৮৬ কোটি টাকা নয়ছয়, আসামি ওবায়দুল কাদেরসহ চারজন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৪:২৩ পিএম, ২৮ আগস্ট ২০২৫
কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রকে প্রায় ৬৮৬ কোটি টাকার ক্ষতি করার অভিযোগে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে উপপরিচালক মো. সিরাজুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার অন্যান্য আসামি হলেন সেতু বিভাগের সাবেক সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সাবেক প্রধান প্রকৌশলী কবির আহমদ এবং সাবেক যুগ্ম সচিব আলীম উদ্দিন আহমেদ।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, আসামিরা যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে নেগোসিয়েশন কমিটির নির্ধারিত মূল্য উপেক্ষা করেছেন। এছাড়া নিজেদের নিয়োগকৃত বিদেশি বিশেষজ্ঞের সুপারিশ ছাড়াই তিনটি অপ্রয়োজনীয় কাজ—পরিষেবা এলাকা, পর্যবেক্ষণ সফটওয়্যার ও একটি ট্যাগ বোট প্রকল্পে অন্তর্ভুক্ত করেন। এর ফলে সরকারের ৫৯.৮০ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৫৮৫ কোটি ২৯ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এছাড়া সরকারি ক্রয় আইন (পিপিএ ২০০৬) লঙ্ঘন করে ৫৫ লাখ ২১ হাজার ১৮৬ টাকায় অবৈধভাবে পরামর্শক নিয়োগ দিয়েও রাষ্ট্রীয় ক্ষতি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, নেগোসিয়েশন কমিটি ৬৪৬ মিলিয়ন মার্কিন ডলারে প্রকল্প বাস্তবায়নের সুপারিশ করেছিল। কিন্তু পরবর্তীতে অপ্রয়োজনীয় তিনটি খাত যুক্ত করে ব্যয় বাড়ানো হয়, যা বিদেশি বিশেষজ্ঞরাও সমর্থন করেননি। এর ফলে সরকার ও জনগণের প্রায় ৫৮৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।
মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১২০বি/৪০৯/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।