বুয়েট থেকে হাজার হাজার শিক্ষার্থী বের হলেও দক্ষ প্রকৌশলী না থাকা লজ্জার: সড়ক উপদেষ্টা


বুয়েট থেকে হাজার হাজার শিক্ষার্থী বের হলেও দক্ষ প্রকৌশলী না থাকা লজ্জার: সড়ক উপদেষ্টা

দেশে প্রতিবছর বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিপুল সংখ্যক ইঞ্জিনিয়ার পাশ করলেও দক্ষ প্রকৌশলীর ঘাটতি এখনো প্রকট—এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি একে দেশের জন্য ‘লজ্জাজনক’ পরিস্থিতি বলে আখ্যায়িত করেছেন।

রোববার সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় একটি সড়ক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফাওজুল কবির খান বলেন, “আমাদের দেশে দক্ষ প্রকৌশলী না থাকায়, বাইরে থেকে লোক এসে সড়ক–রেলপথ বানিয়ে দিয়ে যায়। অথচ আমাদের দেশের বুয়েট থেকে প্রতিবছর হাজার হাজার ইঞ্জিনিয়ার বের হয়। এটা অনেক লজ্জার বিষয়। তাই আমাদের বিদেশিদের ওপর নির্ভরতা কমিয়ে দেশে দক্ষ প্রকৌশলী তৈরির চেষ্টা করতে হবে।”

তিনি আরও জানান, সেতু মন্ত্রণালয় একটি মাল্টিমডেল ট্রান্সপোর্ট প্ল্যান হাতে নিয়েছে, যেখানে সড়ক, রেল ও নৌপথকে সমন্বিত করে প্রয়োজন অনুযায়ী অগ্রাধিকার দেওয়া হবে। ভূমি অধিগ্রহণের খরচ অত্যন্ত বেশি হওয়ায়, বিকল্প পরিবহন খাতে গুরুত্ব দেওয়ার ওপরও তিনি জোর দেন।

ব্যয় প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “আশপাশের দেশের তুলনায় আমাদের সড়ক নির্মাণ ব্যয় বেশি এবং এটি দুর্নীতির বড় ক্ষেত্র। যদি এ সমস্যাগুলো কমানো যায়, তবে নির্মাণ ব্যয় ২০–৩০ শতাংশ হ্রাস করা সম্ভব।”

পরে তিনি ফিতা কেটে মহাসড়কের টোল প্লাজা ও প্রকল্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন, পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, জেলা প্রশাসক নাফিসা আরেফীনসহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×