জুলাই শহীদ পরিবারের মামলা

আসামির জামিনে আইন মন্ত্রণালয়ের সম্পর্ক নেই: আসিফ নজরুল


আসামির জামিনে আইন মন্ত্রণালয়ের সম্পর্ক নেই: আসিফ নজরুল

গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের দায়ের করা মামলায় পুলিশের এক সদস্যকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শহীদ পরিবারের সদস্যরা। তবে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, এই জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই।

মঙ্গলবার (১৯ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি স্পষ্ট করেন।

পোস্টে উল্লেখ করা হয়, জুলাই হত্যাকাণ্ডে শহীদ পরিবারের দায়ের করা মামলায় হাইকোর্ট পুলিশের এক সদস্যকে জামিন দিয়েছে। এতে শহীদ পরিবার ক্ষুব্ধ হয়েছেন যা স্বাভাবিক। তবে এই জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই।

তিনি আরও লিখেছেন, হাইকোর্ট দেশের উচ্চ আদালত। হাইকোর্ট বা উচ্চ আদালত আইন মন্ত্রণালয়ের আওতায় পড়ে না। ফলে জামিনসহ উচ্চ আদালতের অন্য কোনো সিদ্ধান্তের সঙ্গেও আইন মন্ত্রণালয়ের সম্পৃক্ততা নেই।

এছাড়া পোস্টে জানানো হয়, অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে জানা গেছে হাইকোর্টের যে বেঞ্চ জামিন প্রদান করেছে, সেই বেঞ্চের এখতিয়ার ব্যবহারের বিষয়টি নিয়ে ইতোমধ্যে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। একইসঙ্গে এই জামিনাদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে। আপিলের পর জামিন বাতিল হলে পুলিশ সংশ্লিষ্ট আসামিকে পুনরায় গ্রেফতার করবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×