রাত ৩টায় জেনেভা ক্যাম্পে অভিযান, মাদক ও অস্ত্রসহ ১ কোটিরও বেশি টাকা উদ্ধার


রাত ৩টায় জেনেভা ক্যাম্পে অভিযান, মাদক ও অস্ত্রসহ ১ কোটিরও বেশি টাকা উদ্ধার

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানা থেকে নগদ ১ কোটি ১৩ লাখ টাকা, ককটেল বোমা, মাদক ও বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল এ অভিযান চালায়।

অভিযানে ১৩টি তাজা ককটেল, ২৫টি আধা প্রস্তুত ককটেল, ৪০০ গ্রাম গানপাউডার, দুটি সামুরাই তলোয়ার, ১২টি হকি স্টিক, ২৯টি হেলমেট, দুটি ড্রাগন লাইট, ১১ কেজি গাঁজা, ১২ প্যাকেট হেরোইন, ১ কোটি ১৩ লাখ টাকা এবং একটি টাকা গণনার মেশিন উদ্ধার করা হয়।

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, বুনিয়া সোহেল ওই রাতে জেনেভা ক্যাম্পে অবস্থান করবে। তাকে ধরতে যৌথবাহিনী অভিযানে যায়। বাহিনী পৌঁছানো মাত্রই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অন্ধকারে পালিয়ে যায় সোহেল ও তার সহযোগীরা। সঙ্কীর্ণ গলি ও আশপাশের ভবনের কারণে সোহেলকে আটক করা সম্ভব হয়নি। তবে বিপুল পরিমাণ মাদক, টাকা ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত উপকরণ উদ্ধার হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বুনিয়া সোহেলের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক ও মাদকসহ ৩৮টি মামলা রয়েছে। এ বছর গ্রেপ্তার হয়ে ছয় মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে সে আবার অপরাধে জড়িয়ে পড়ে।

উল্লেখ্য, দুই দিন আগে জেনেভা ক্যাম্পে সংঘটিত একটি হত্যাকাণ্ডে সোহেলের ১৩ সহযোগী গ্রেপ্তার হলেও সে পালিয়ে যায়। সেনাবাহিনী জানিয়েছে, তাকে এবং তার সহযোগীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অভিযান চলবে। উদ্ধারকৃত জব্দকৃত মালামাল মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×