বৃষ্টি উপেক্ষা করে মানিক মিয়া এভিনিউয়ে জনতার ঢল
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০২:৪৪ পিএম, ০৫ আগস্ট ২০২৫

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীরা। তবে শুরু থেকেই আবহাওয়া প্রতিকূল হয়ে ওঠে আকাশ ছিল মেঘলা, মাঝেমধ্যে হালকা বৃষ্টির ছোঁয়া, কখনোবা সজোরে বৃষ্টি নামছে।
কিন্তু আবহাওয়ার এই বৈরিতা জনস্রোত থামাতে পারেনি। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টার মধ্যে রাজধানীর ব্যস্ত এই সড়কজুড়ে মানুষের ভিড় বাড়তেই থাকে।
বৃষ্টির সময় কেউ কেউ গাছের নিচে আশ্রয় নিচ্ছেন, কেউ ছাতা খুলে দাঁড়িয়েছেন, আবার অনেকে ছাতা ছাড়াই ভিজছেন বৃষ্টিতে। অনেকের শরীরে জড়ানো জাতীয় পতাকা কিংবা গায়ে লাগানো জুলাই সনদের ব্যাজ সব মিলিয়ে আবহাওয়া যেন তাদের প্রতিবাদের শক্তি বাড়িয়ে দিয়েছে।
মগবাজার থেকে আসা তরুণ রাকিবুল ইসলাম বলেন, বৃষ্টি আমাদের থামাতে পারবে না। গত বছর জুলাইয়ে আমরা যে লড়াই শুরু করেছিলাম, এই লড়াই বৃষ্টি নয়, বুলেট ঝরলেও চলবে।
ব্যাংক কর্মকর্তা সুজাউদ্দৌলা জানান, জুলাই জাগরণ আমাদের আত্মার প্রশ্ন। এ লড়াইয়ের মঞ্চ ছেড়ে যাব না, যতক্ষণ না সনদ বাস্তবায়ন হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে, বৃষ্টি সামলাতে তারা বিকল্প সাউন্ড সিস্টেম, প্লাস্টিক কভার ও শুকনো কাপড়সহ কিছু প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। স্বেচ্ছাসেবক দলের এক সদস্য বলেন, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল যেন সমাবেশ চলমান রাখা যায়।
বৃষ্টির ফোঁটার মাঝেই স্লোগান উঠেছে—‘জুলাই সনদ চাই’।
সেই মুহূর্তে বৃষ্টি যেন আর প্রতিবন্ধকতা নয়, বরং এক প্রতীকী প্রতিবাদ হয়ে ওঠে। হাজারো মানুষের উপস্থিতিতে স্পষ্ট হয়ে ওঠে, দাবির প্রতি তাদের অঙ্গীকার প্রকৃতির বাধাও উপেক্ষা করে এগিয়ে চলেছে।