২৪ এর আন্দোলনে অনুপস্থিত ছিলেন বুদ্ধিজীবীরা: গভর্নর


২৪ এর আন্দোলনে অনুপস্থিত ছিলেন বুদ্ধিজীবীরা: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ২০২৪ সালের গণআন্দোলনে বুদ্ধিজীবীদের প্রত্যাশিত অংশগ্রহণ দেখা যায়নি। তারা দ্বিধাবিভক্ত ছিলেন এবং ৬৯ ও ৭১-এর মতো ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে পাশে দাঁড়াননি।

সোমবার (৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত স্মরণানুষ্ঠানে এ কথা বলেন গভর্নর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

ড. মনসুর বলেন, “এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মার্চ টু ঢাকা ছিল স্বৈরাচার পতনের সূচনা। ঐতিহাসিকভাবে ছাত্রসমাজই নেতৃত্ব দিয়েছে। যদিও একপর্যায়ে মনে হচ্ছিল তারা নিষ্ক্রিয় হয়ে গেছে, কিন্তু তারা আবারও জেগে উঠেছে। ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারে না।”

অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, “আমরা এমন একটি আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে চাই যা অতীতের ভুলে না ফিরে যায়। ব্যাংক কোম্পানি আইন বাস্তবায়নের মাধ্যমে আমরা সংকট কাটিয়ে উঠতে পারব। শহীদদের রক্ত বৃথা যাবে না, আমানতকারীদের এবং দেশের স্বার্থ আমরা রক্ষা করব।”

অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, “জুলাই মাসের আন্দোলন কোটা সংস্কার থেকে শুরু হয়ে স্বৈরাচার পতনের এক ঐতিহাসিক ধারা হয়ে ওঠে। এটিকে আমরা দ্বিতীয় স্বাধীনতা হিসেবে দেখি। শহীদদের আত্মত্যাগের যথার্থ মর্যাদা দিতে হলে আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করতে হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×