জামায়াতের শৃঙ্খলা-সততা অন্য সব দলগুলোর অনুসরণ করা উচিত : প্রেস সচিব


জামায়াতের শৃঙ্খলা-সততা অন্য সব দলগুলোর অনুসরণ করা উচিত : প্রেস সচিব

রাজনৈতিক শৃঙ্খলা ও সততা বজায় রাখার ক্ষেত্রে জামায়াতে ইসলামীর অবস্থান অন্য দলগুলোর জন্য অনুসরণীয় হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (২ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে নিয়ে এক স্ট্যাটাসে এসব কথা জানান তিনি। সেখানে তিনি দলের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, “হার্ট সার্জারির পর বিশেষ করে শফিকুর রহমান ভাইকে নিয়ে ভাবছি এবং সালাত ও দোয়ায় তার জন্য প্রার্থনা করছি।”

তিনি আরও উল্লেখ করেন, চলমান অনিশ্চয়তার সময়েও শফিকুর রহমানের শান্ত নেতৃত্ব এবং দলের সংস্কার প্রক্রিয়ায় অংশগ্রহণের সদিচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। তার ভাষায়, জামায়াতের মধ্যে অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সততার যে ধারা রয়েছে, তা দেশের সব রাজনৈতিক দলের অনুসরণ করা উচিত।

স্ট্যাটাসের শেষ অংশে তিনি লিখেছেন, “তিনি যেন দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন— এই প্রার্থনাই করছি। তার জন্য শান্তি ও মানসিক শক্তি কামনা করছি। ইনশাআল্লাহ।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×