দেড় হাজার একর জলাধার উদ্ধারের উদ্যোগ নিয়েছে ডিএনসিসির


দেড় হাজার একর জলাধার উদ্ধারের উদ্যোগ নিয়েছে ডিএনসিসির

ঢাকার জলাধার রক্ষায় শুরু হয়েছে ঢাকা সিটি কর্পোরেশনের বিশেষ উদ্যোগ। রাজধানীর প্রায় ১৫০০ একর জলাভূমি ও জলাধার সংরক্ষণে সমন্বিত পদক্ষেপ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি), যা বাস্তবায়িত হচ্ছে রাজউকের বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) অনুযায়ী।

এই উদ্যোগের আওতায় আজ ৩১ জুলাই (বৃহস্পতিবার) থেকে আনুষ্ঠানিকভাবে অভিযান শুরু করেছে ডিএনসিসি। রাজউকের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে রাজধানীর আফতাবনগর এলাকায় এ কার্যক্রমের সূচনা হয়।

প্রথম দিনে, ড্যাপের আওতায় প্রস্তাবিত জলাধার এলাকা চিহ্নিত করে সেখানে জমি ক্রয়-বিক্রয় এবং ভূমির শ্রেণি পরিবর্তন নিষিদ্ধ বিষয়ক সতর্কবার্তা সম্বলিত সাইনবোর্ড স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

এই উদ্যোগের অংশ হিসেবে তিনটি মৌজায় মোট ৩৭৭টি খতিয়ানভুক্ত জমিতে নিষেধাজ্ঞামূলক সাইনবোর্ড বসানো হয়। এর মধ্যে সাঁতারকুল মৌজায় ১৮৭টি, বাড্ডা মৌজায় ১৭২টি এবং সুতিভোলা মৌজায় ১৮টি খতিয়ান অন্তর্ভুক্ত রয়েছে। মোট ১৮৫ একর জলাভূমিকে এইভাবে সরকারি সুরক্ষার আওতায় আনা হয়েছে।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্থার আওতাধীন এলাকায় ড্যাপ ঘোষিত জলাভূমিগুলোর জমি যাতে বিক্রি, হস্তান্তর বা শ্রেণি পরিবর্তন না হয়, তা নিশ্চিত করতে নিয়মিতভাবে অভিযান পরিচালিত হবে এবং প্রয়োজনীয় সাইনবোর্ড স্থাপন অব্যাহত থাকবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×