আইন উপদেষ্টা আসিফ নজরুলের দুঃখ প্রকাশ


আইন উপদেষ্টা আসিফ নজরুলের দুঃখ প্রকাশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে দেওয়া একটি বিতর্কিত মন্তব্যের পরপরই দুঃখ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার দুপুরে জুলাই মাসের গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবিতে আয়োজিত একটি আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীতে তিনি বলেন, শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ করেছে, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীও মনে হয় এত জঘন্য অপরাধ করে নাই।

এই বক্তব্য ছড়িয়ে পড়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা ও প্রতিক্রিয়া।

তীব্র সমালোচনার মুখে, একই দিন সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি লেখেন, “শেখ হাসিনার নৃশংসতার সঙ্গে পাকিস্তানী বাহিনীর নৃশংসতার তুলনা করা ঠিক হয়নি।

ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন: শেখ হাসিনার নৃশংসতা অবিশ্বাস্য। লাশ ও আহত মানুষকে আগুনে পোড়ানো, নির্বিচারে নারী-কিশোর-শিশু হত্যা, হেলিকপ্টার দিয়ে গুলি করে বেসামরিক মানুষ মারা, মৃত্যু যন্ত্রনায় কাতর তরুণকে গুলি করে মারা, হাসপাতালে চিকিৎসা না দিয়ে হত্যা করার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা।

এইসব কর্মকাণ্ড যুদ্ধক্ষেত্রেও ভয়াবহ অপরাধ হিসেবে বিবেচিত হয় বলেও মন্তব্য করেন তিনি।

আসিফ নজরুল আরও বলেন, কিন্তু তাই বলে তার নৃশংসতার সঙ্গে একাত্তরে বাংলাদেশের মানুষের উপর পাকিস্তানি বাহিনীর নৃশংসতার তুলনা করা ঠিক হয়নি আমার। দুটোই জঘন্যতম অপরাধ। আমার কথায় যারা ভেবেছেন আমি একাত্তরে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞকে ছোট করে দেখেছি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×