ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু


ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া এক কয়েদির মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত কয়েদির নাম এস এম আব্দুল হক (৭০)। রোববার (২০ জুলাই) দুপুর আড়াইটার দিকে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুল হকের বাড়ি খুলনার পাবলা কবি ফররুক একাডেমি মোড় এলাকায়। তিনি মৃত ইমান আলী শেখের ছেলে। তবে তিনি কোন মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন, তাৎক্ষণিকভাবে সে তথ্য পাওয়া যায়নি।

আব্দুল হককে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মো. রোকন জানান, কয়েদি আব্দুল হক শনিবার রাতে খুলনা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। সেখান থেকেও দ্রুত অবস্থার অবনতি ঘটলে কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢামেকে আনা হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্ত করা হবে। এরপর কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×