সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে এক দিনে গ্রেপ্তার ১৫০১ জন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৪:২৪ পিএম, ০৭ জুলাই ২০২৫

সারা দেশে চলমান বিশেষ অভিযানে এক দিনে গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৫০১ জন। এর মধ্যে পূর্বের মামলার ও ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন ১ হাজার ১৮ জন এবং অন্যান্য অপরাধের ঘটনায় আটক করা হয়েছে ৪৮৩ জনকে।
সোমবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে বিপুল সংখ্যক আসামি গ্রেপ্তারের পাশাপাশি উদ্ধার করা হয়েছে বিভিন্ন ধরনের অস্ত্র ও গুলি। উদ্ধার সামগ্রীর মধ্যে রয়েছে দুটি দেশীয় একনলা বন্দুক, তিনটি বিদেশি পিস্তল, ১৪ রাউন্ড পিস্তলের গুলি, ৩১০০ রাউন্ড পুরাতন রাইফেলের গুলি, একটি ম্যাগাজিন, একটি বার্মিজ চাকু এবং একটি সাধারণ চাকু।
পুলিশ বলছে, অপরাধ দমনে এমন অভিযান অব্যাহত থাকবে।