ঘুস গ্রহণকালে গ্রেফতার ঢাকা উত্তর সিটির ওয়ার্ড সচিব


ঘুস গ্রহণকালে গ্রেফতার ঢাকা উত্তর সিটির ওয়ার্ড সচিব

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২ নম্বর অঞ্চলের ৪ নম্বর ওয়ার্ড সচিব কুতুবউদ্দিন সোহেলকে গ্রেফতার করা হয়েছে। 

ঘুস গ্রহণকালে তাকে হাতেনাতে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক বিশেষ টিম।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ বলেন, ‘রাজধানীর সবুজবাগ এলাকার পূর্ব বাসাবো লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মো. সাইফুল ইসলাম দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, নির্মাণাধীন ডায়াগনস্টিক সেন্টারটি চালুর জন্য সিটি করপোরেশনের ছাড়পত্র প্রয়োজন। আবেদনপত্র দাখিলের পর সংশ্লিষ্ট ওয়ার্ডের সচিব কুতুবউদ্দিন সোহেল সরেজমিন পরিদর্শনে গিয়ে কোনও ত্রুটি না পেলেও ছাড়পত্র দেওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন।’

অভিযোগে আরও উল্লেখ করা হয়, সচিব সোহেল হুমকি দেন, দাবি করা ঘুষের টাকা না দিলে কোনোভাবেই ছাড়পত্র দেবেন না। মো. সাইফুল ইসলাম আরও জানতে পারেন, সোহেল সব সেবাপ্রার্থীর কাছ থেকেই ছাড়পত্র দেওয়া বাবদ ঘুস হিসেবে টাকা নেন। এই কর্মকর্তাকে আইনের আওতায় আনতে মো. সাইফুল ইসলাম কৌশলগতভাবে টাকা দিতে সম্মত হন। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×