বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেপ্তার


বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেপ্তার
মোরশেদ আলম

আওয়ামী লীগের সাবেক সাংসদ ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর গুলশান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সেগুলোর ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে বুধবার তাঁকে আদালতে হাজির করার কথা রয়েছে। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুলশান-২ নম্বরে অভিযান চালানো হয়। পরে মোরশেদ আলমকে নিয়ে আসা হয় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। 

বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম ২০১৫ সালে নোয়াখালী-২ আসন থেকে প্রথম বার সাংসদ নির্বাচিত হন। এর পর ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনেও তিনি জয়ী হন। তিনি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সদস্য, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক ছিলেন। 

মোরশেদ আলমের বিরুদ্ধে একাধিক মামলা থাকার কথা জানালেও তাৎক্ষণিকভাবে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানায়নি ডিবি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×