জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা: ৪ দিনের রিমান্ডে তুরিন আফরোজ


জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা: ৪ দিনের রিমান্ডে তুরিন আফরোজ
তুরিন আফরোজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আব্দুল জব্বার নামের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইনের আদালত এই আদেশ দেন।
 
এর আগে দুপুরে আদালতে এনে হাজতখানায় রাখা হয়। এ সময় উত্তরা পশ্চিম থানা পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী তুরিন আফরোজের রিমান্ড চান।  
 
তবে আসমি তুরিন আফরোজের পক্ষে আইনজীবী আদালতে উপস্থিত না থাকায় নিজেই শুনানি করেন তিনি। বলেন, ‘টিউমার অস্ত্রোপচারের কারণে মার্চ থেকে পুরো সময় চিকিৎসাধীন ছিলাম। ফলে ওই সময়ে কোনো ধরনের ষড়যন্ত্রে সম্পৃক্ত থাকা সম্ভব নয়।’
 
প্রশ্ন রেখে তুরিন আফরোজ বলেন, ‘আমি যদি ফ্যাসিস্ট হাসিনার হয়ে কাজ করি তবে তারা আমাকে চাকরিচ্যুত করল কেন? আমি জানি, দিনশেষে ন্যায় বিচার পাব।’
 
গত সোমবার (৭ এপ্রিল) রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেফতার করা হয়।
 
মামলা সূত্রে জানা যায়, আন্দোলনে সরকার পতনের দিন ৫ অগাস্ট দুপুর ১২টার দিকে আব্দুল জব্বার উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি।
 
গত ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ করে এবং ১০০-১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন আব্দুল জব্বার। মামলার আসামির তালিকায় ৩০ নম্বরে রয়েছে তুরিন আফরোজের নাম।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×