শাহজালাল বিমানবন্দরে সোনা ‘পাচারকালে’ ধরা খেল বেবিচকের নিরাপত্তাকর্মী


শাহজালাল বিমানবন্দরে সোনা ‘পাচারকালে’ ধরা খেল বেবিচকের নিরাপত্তাকর্মী

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনার বার, স্বর্ণালংকার ও সৌদি রিয়ালসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক নিরাপত্তা কর্মীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বেবিচকের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মুহাম্মদ কাউছার মাহমুদ।

তিনি জানান, আটক ওহিদুরের কাছ থেকে ১ হাজার ২৫০ সৌদি রিয়াল, বিভিন্ন স্বর্ণালংকার ও ৩টি সোনার বারসহ মোট ৫৪২ গ্রাম সোনা উদ্ধার করা হয়। তার বাড়ি গোপালগঞ্জের নিজড়া গ্রামে।

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে কাউছার মাহমুদ বলেন, ‘সৌদিয়া এয়ারলাইন্সের (এসভি-৮০৪) রিয়াদ থেকে ঢাকা ফ্লাইটের যাত্রী আলামিন সোনা বহনের দায়িত্ব দেন ওহিদুরকে। ওই সোনা বিমানবন্দরের বাইরে থাকা লিটনের কাছে পৌঁছে দেওয়াই ছিল বেবিচকের এই কর্মীর কাজ।’

‘এর বিনিময়ে ১ হাজার ২৫০ সৌদি রিয়াল নেওয়ার কথা জানিয়েছেন ওহিদুর।’

তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান কাউছার মাহমুদ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×