সকালের নাশতায় যেসব ফল খাওয়া উপকারী
- লাইফস্টাইল ডেস্ক
- প্রকাশঃ ০১:৫৩ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ফল খাওয়ার উপকারিতা নিয়ে আলাদা করে বলার প্রয়োজন নেই। চিকিৎসক ও পুষ্টিবিদরা প্রতিদিন অন্তত একটি ফল খাওয়ার পরামর্শ দেন। তবে নাশতার তালিকায় ফল রাখলে এর সুফল আরও বেশি পাওয়া যায়। এতে শরীর ফিট থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং সার্বিক স্বাস্থ্য ভালো থাকে।
কোন কোন ফল খাবেন:
তরমুজ: গ্রীষ্মকালীন এই ফল শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে। খালি পেটে সকালে তরমুজ খেলে পানির ঘাটতি পূরণ হয়। এতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট হৃদযন্ত্র ও ত্বকের জন্যও উপকারী।
পেঁপে: ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে সকালে পেঁপে খাওয়া ভালো। কম ক্যালরিযুক্ত হলেও এটি ভরপুর ফাইবার, ভিটামিন সি, এ ও ই-তে। হজমশক্তি বৃদ্ধিতেও এর ভূমিকা রয়েছে।
আনারস: ভিটামিন সি-সমৃদ্ধ আনারস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হাড় মজবুত রাখে। খালি পেটে আনারস খেলে শরীর সহজে পুষ্টি শোষণ করতে পারে। নিয়মিত খেলে প্রদাহ কমে এবং পেট ফোলা ভাব দূর হয়।
আপেল: সকালে আপেল খাওয়া হজম ক্ষমতা উন্নত করে। এতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট সার্বিক স্বাস্থ্যের জন্য উপকারী।
কিউই: আকারে ছোট হলেও কিউই ভিটামিন, খনিজ ও এনজাইমের ভাণ্ডার। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে সহায়তা করে এবং ত্বক সুস্থ রাখে।
কলা: সকালের নাশতায় কলা খেলে পটাশিয়াম ও ইলেক্ট্রোলাইট শরীরের ভারসাম্য রক্ষা করে। এটি হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য বিশেষভাবে কার্যকর।
নাশপাতি: ভিটামিন সি, কে, পটাশিয়াম ও কপারে সমৃদ্ধ নাশপাতি কিডনি ভালো রাখে এবং হজম ক্ষমতা উন্নত করে।
এছাড়া সকালে স্ট্রবেরি ও ব্লুবেরিও খাওয়া যেতে পারে। এই ফলগুলো মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং স্মৃতিশক্তি রক্ষায় সহায়ক ভূমিকা রাখে।