হাসি হচ্ছে মনের শান্তি ও শরীরের সুস্থতার চাবিকাঠি


হাসি হচ্ছে মনের শান্তি ও শরীরের সুস্থতার চাবিকাঠি

হাসি শুধু আনন্দের প্রতীক নয়, এটি আমাদের মন ও শরীরের সুস্থতা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, জোরে হাসা কেবল মানসিক চাপ হ্রাস করে না, বরং শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রেও অসাধারণ উপকারে আসে। হাসি থেরাপি এই কারণে চিকিৎসাবিজ্ঞানে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

হাসির স্বাস্থ্য উপকারিতা:

মানসিক চাপ কমায়: গবেষণায় দেখা গেছে, হাসি কর্টিসলের মাত্রা কমিয়ে মানসিক চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।

হৃদরোগের ঝুঁকি হ্রাস: যুক্তরাষ্ট্রের কানসাস বিশ্ববিদ্যালয়ের গবেষণায় প্রমাণিত, চাপের মধ্যে থেকেও হাসি হৃৎস্পন্দন নিয়ন্ত্রণ ও রক্তচাপ কমাতে সহায়ক।

রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: হাসি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে অসুস্থতার বিরুদ্ধে লড়াই সক্ষম করে।

ব্যথা কমায়: হাসির সময় নিঃসৃত এন্ডোরফিন প্রাকৃতিক ব্যথানাশকের মতো কাজ করে।

শারীরিক সুস্থতা: হাসি রক্ত সঞ্চালন উন্নত করে, পেশি শিথিল করে এবং দীর্ঘমেয়াদী রোগে আক্রান্তদের জন্য উপকারী। হাসতে চাইলে কমেডি শো দেখাই বা বন্ধুদের সঙ্গে রসিকতা করাই যথেষ্ট।

হাসি, সামাজিক সংযোগ ও আত্মবিশ্বাস:
হাসি অন্যদের মধ্যেও সংক্রমণ ঘটায়। সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, কাউকে হাসতে দেখলে পর্যবেক্ষকের মস্তিষ্কের মিরর নিউরন সক্রিয় হয়, যার ফলে সে নিজেও হাসে। এই প্রক্রিয়া সামাজিক বন্ধনকে দৃঢ় করে এবং আত্মবিশ্বাস বাড়ায়।

হাসি তাই শুধু আনন্দ নয়, এটি সুস্থ জীবন ও সুখী সমাজেরও একটি শক্তিশালী হাতিয়ার।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×