খালি পেটে বিটরুটের জুস: এক গ্লাসেই শরীরে ৫ আশ্চর্য পরিবর্তন


খালি পেটে বিটরুটের জুস: এক গ্লাসেই শরীরে ৫ আশ্চর্য পরিবর্তন

দিনের শুরুতে আমরা যা খাই বা পান করি, তা সরাসরি প্রভাব ফেলে আমাদের শরীর ও সুস্থতার ওপর। বিশেষ করে খালি পেটে বিটরুটের জুস হতে পারে এক অসাধারণ স্বাস্থ্যসঙ্গী। পুষ্টি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই পানীয় শক্তি বাড়ায়, শরীরকে সতেজ রাখে এবং দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।

চলুন জেনে নেওয়া যাক, খালি পেটে প্রতিদিন এক গ্লাস বিটরুটের জুস খেলে শরীরে কী কী উপকার হয়:

১. রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক

বিটরুটের জুস নাইট্রেটে সমৃদ্ধ, যা রক্তনালীকে প্রসারিত করে রক্ত প্রবাহ উন্নত করে। জার্নাল অফ হিউম্যান হাইপারটেনশন-এ প্রকাশিত গবেষণা বলছে, নিয়মিত বিটরুটের জুস পান করলে উচ্চ রক্তচাপ কমতে সাহায্য করে।

২. হজমশক্তি বাড়ায়

ফাইবারসমৃদ্ধ বিটরুট অন্ত্রের কার্যক্রমকে সচল রাখে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং নিয়মিত মলত্যাগে সহায়তা করে। খালি পেটে এটি পান করলে পাচনতন্ত্রের প্রদাহ কমে এবং পুষ্টির শোষণ আরও ভালোভাবে হয়।

৩. শক্তি জোগায়

সকালে বিটরুটের জুস পান করলে শরীরে অক্সিজেন সরবরাহ বেড়ে যায়। এর ফলে ক্লান্তি কমে এবং স্ট্যামিনা বাড়ে। দৈনন্দিন কাজকর্ম থেকে শুরু করে জিমের অনুশীলন—সব ক্ষেত্রেই এটি আপনাকে শক্তি জোগাবে।

৪. শরীরকে ডিটক্স করে

অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবারে সমৃদ্ধ বিটরুট শরীর থেকে টক্সিন বের করতে সহায়তা করে। প্রতিদিন সকালে এক গ্লাস জুস আপনার শরীরকে ভেতর থেকে সতেজ করে তুলবে।

৫. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

ভিটামিন সি-তে ভরপুর বিটরুটের জুস শ্বেত রক্তকণিকার উৎপাদন বাড়ায়, যা সংক্রমণ প্রতিরোধে অত্যন্ত জরুরি। নিয়মিত পান করলে এটি শরীরকে অসুস্থতার বিরুদ্ধে সুরক্ষা দেবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×