রমজান মাসের সম্ভাব্য শুরু বাকি আর কত দিন?


রমজান মাসের সম্ভাব্য শুরু বাকি আর কত দিন?

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছে, আগামী বছর রমজান মাসের সম্ভাব্য শুরু হবে ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। প্রাথমিক হিসাব অনুযায়ী, এখন রমজান শুরু হতে বাকি রয়েছে ১৩৯ দিন।

আমিরাত জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, নতুন চাঁদ ইউএই সময় মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টা ১ মিনিটে জন্ম নেবে। তবে ওই দিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পর চাঁদ অস্ত যাওয়ায় তা দেখা সম্ভব হবে না। তাই রোজা শুরু হওয়ার সম্ভাব্য দিন হিসেবে নির্ধারিত হয়েছে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি। চূড়ান্ত ঘোষণা চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

আল জারওয়ান জানান, আবুধাবিতে রমজানের শুরুতে দৈনিক রোজার সময় প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট হবে, যা মাস শেষে বেড়ে দাঁড়াবে প্রায় ১৩ ঘণ্টা ২৫ মিনিটে। এই সময়ে দিনের আলোর দৈর্ঘ্যও ১১ ঘণ্টা ৩২ মিনিট থেকে বেড়ে ১২ ঘণ্টা ১২ মিনিটে পৌঁছাবে।

তিনি আরও উল্লেখ করেন, রমজানের শুরুতে আবুধাবিতে তাপমাত্রা থাকবে ১৬-২৮ ডিগ্রি সেলসিয়াস, যা মাস শেষে বৃদ্ধি পেয়ে ১৯-৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। শুরুতে উত্তর দিকের শীতল বাতাসের প্রভাব থাকলেও মাসের শেষে বসন্তকালীন আবহাওয়া ও পশ্চিমা বাতাস প্রবল হবে।

আল জারওয়ান সতর্ক করে বলেন, রমজানজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৌসুমি গড় হিসাব অনুযায়ী, এ সময়ে বৃষ্টিপাতের পরিমাণ ১৫ মিলিমিটারেরও বেশি হতে পারে।

সূত্র: গালফ নিউজ

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×