গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১২:১৭ এম, ২৯ অক্টোবর ২০২৫
অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে ‘শক্তিশালী’ সামরিক অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
মঙ্গলবার (২৮ অক্টোবর) এক দীর্ঘ বৈঠক শেষে সেনাবাহিনীকে এ নির্দেশ দেন তিনি। নেতানিয়াহুর দপ্তর থেকে জানানো হয়, সশস্ত্র সংগঠন হামাস যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করায় গাজায় তাৎক্ষণিক ও তীব্র হামলার নির্দেশ দেওয়া হয়েছে।
ইসরায়েলের দাবি, হামাস জিম্মিদের মরদেহ ফেরত দিতে গড়িমসি করে যুদ্ধবিরতি ভঙ্গ করছে। অন্যদিকে হামাস বলছে, দখলদার বাহিনীই মরদেহ হস্তান্তর প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে।
রাফায় তীব্র গোলাগুলি ও বিস্ফোরণ
নেতানিয়াহুর নির্দেশের আগে থেকেই গাজার রাফা অঞ্চলে প্রচণ্ড গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। মিসর সীমান্তসংলগ্ন এ এলাকা মঙ্গলবার একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে।
আলজাজিরা জানিয়েছে, সেখানে ঠিক কী ঘটছে তা স্পষ্ট নয়, তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, রাফায় ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরায়েলি সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরবর্তীতে রাফা ও খান ইউনিসের পূর্বাংশে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ ঘটনায় অন্তত একজন ইসরায়েলি সেনা আহত হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।
নতুন করে গোলাগুলির পর গাজার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকের আশঙ্কা, এই হামলা যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিতে পারে এবং ইসরায়েল আরও বিমান হামলা চালাতে পারে।
গত সোমবার হামাস এক ইসরায়েলি জিম্মির মরদেহের অংশ কফিনে ভরে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। ওই জিম্মির মরদেহের অন্য অংশ ২০২৩ সালের নভেম্বরে গাজা থেকে উদ্ধার করেছিল ইসরায়েলি সেনাবাহিনী। নতুন কোনো মরদেহ ফেরত না দিয়ে পুরোনো দেহাংশ ফেরত দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল, তাদের দাবি—হামাস এতে করে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে।
এই পরিস্থিতিতে মঙ্গলবার জরুরি বৈঠকে বসে নেতানিয়াহু, এবং বৈঠক শেষে গাজায় শক্তিশালী হামলার নির্দেশ দেন তিনি।
সূত্র: টাইমস অব ইসরায়েল, আলজাজিরা