ইসরায়েলি পুলিশের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৬:০৪ পিএম, ২৮ অক্টোবর ২০২৫
অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি পুলিশের দাবি, নিহতরা একটি ‘সন্ত্রাসী দলের সদস্য’।
জেরুজালেমভিত্তিক বার্তা সংস্থা এএফপি জানায়, কাফার কুদ গ্রামে ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশের বিশেষ সন্ত্রাসবিরোধী ইউনিট ‘ইয়ামাম’ যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।
ইসরায়েল পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, মেনাশে সেক্টরের কাফার কুদ এলাকায় ইয়ামাম বাহিনী একটি ‘সন্ত্রাসী সেলকে’ নিষ্ক্রিয় করার চেষ্টা করছিল। অভিযানের সময় দলটি একটি বড় আক্রমণের পরিকল্পনা করছিল এবং তারা জেনিন শরণার্থী শিবিরে সক্রিয় এক সশস্ত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিল।
বিবৃতিতে আরও জানানো হয়, আমাদের বাহিনীর সদস্যরা যখন বাঙ্কার থেকে সন্ত্রাসী দলের সদস্যদের বেরিয়ে আসতে দেখে, তখন স্নাইপাররা নির্ভুলভাবে গুলি চালিয়ে তিনজনকে হত্যা করে।
অভিযান শেষে ইসরায়েলি সেনাবাহিনী ওই দলের ঘাঁটি ধ্বংস করতে বিমান হামলাও চালায় বলে জানায় পুলিশ।
অভিযানের প্রশংসা করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, “জুডিয়া ও সামেরিয়ায় সন্ত্রাসী সংগঠনগুলোর অবকাঠামো পুনর্গঠনের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।”