ঘূর্ণিঝড় মোন্থা আঘাত হানল ভারতে


ঘূর্ণিঝড় মোন্থা আঘাত হানল ভারতে

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় মোন্থা ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতের দিকে ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ে। ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি স্থলে ৩ থেকে ৪ ঘণ্টা তাণ্ডব চালাবে।

স্থানীয় সময় রাত ১১টায় উপকূল অতিক্রম করার কারণে সেখানে রাত্রীকালীন কারফিউ জারি করা হয়েছে, জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

আইএমডি জানায়, “সর্বশেষ পর্যবেক্ষণ নির্দেশ করছে ঘূর্ণিঝড় আঘাত হানার প্রক্রিয়া শুরু হয়েছে। যা আগামী ৩ থেকে ৪ ঘণ্টা অব্যাহত থাকবে।” আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, উপকূলে আঘাতের সময় ঘূর্ণিঝড়ের ঝড়ো বাতাস ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার গতিবেগে থাকবে।

বাংলাদেশের প্রভাব

প্রবল ঘূর্ণিঝড় মোন্থা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সতর্কতা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, প্রবল ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৬৪ কিমি-এর মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিমি, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×