অনেকে জ্ঞান অর্জন করলেও উপলব্ধি করতে পারে না: শিবির সভাপতি
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:৪০ পিএম, ২৮ অক্টোবর ২০২৫
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, “পৃথিবীতে অনেকেই জ্ঞান অর্জন করে, কিন্তু তা উপলব্ধি করতে পারে না। আপনারা বেশি পড়বেন এবং উপলব্ধি করবেন। জ্ঞানকে দুটি ভাগে ভাগ করা হয়—দুনিয়াবি এবং পরকালীন। তবে এটি ভাগ হওয়া উচিত উপকারী ও অপকারী হিসেবে।”
মঙ্গলবার (২৮ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে ছাত্রশিবির আয়োজিত কবি মতিউর রহমান মল্লিক মেরিট অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাহিদুল ইসলাম আরও বলেন, “কিছু মানুষের ক্ষেত্রে অর্জনের পরবর্তী ধাপ হয় হিংসা। শয়তান অহংকার করেছিল, সামুদ জাতি বিরাট অট্টালিকা তৈরি করেছিল, ফেরাউন-নমরুদ অনেক সম্পদের মালিক ছিল, এবং তারা অহংকার করেছিল। অহংকার ও জুলুম একসময় পতনের দিকে নিয়ে যায়। তাই আমি চাই আপনারা অহংকার করবেন না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আপনাদের আরও বাড়িয়ে দিবেন।”
সংস্কৃতি, শিক্ষার মান এবং দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, “পশ্চিমারা মানবতার কথা বলে, কিন্তু তারা ভোগবাদী। তাদেরাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিল, হিরোশিমা ও নাগাসাকিতে বোমা বর্ষণ করেছিল। আমাদের শিক্ষা ব্যবস্থা সঠিকভাবে গড়ে উঠেনি। দুর্নীতি বড় সমস্যা। যদি বাংলাদেশে দুর্নীতি বন্ধ হয়, দেশ অনেক দূর এগিয়ে যাবে। যারা শিক্ষিত তারা দুর্নীতি করে, সাধারণ কৃষক বা রিকশাচালক নয়।”
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “৯২ শতাংশ মুসলিমের দেশে মুসলিম হওয়া যেন অপরাধ। আমাদের এখানে সবকিছু করার স্বাধীনতা আছে, সবচেয়ে বেশি ধর্মীয় উৎসব পালন হয়। আমরা সংকটে মসজিদে যাই, আল্লাহর কাছে সাহায্য চাই। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় তথা দেশের কল্যাণ হোক।”
বিশেষ অতিথি, কৃষিবিদ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ড. আলী আফজাল বলেন, “আজকের শিক্ষা ব্যবস্থা সৎ নাগরিক ও উদ্যোক্তা তৈরি করতে ব্যর্থ হয়েছে। এই শিক্ষা ব্যবস্থা মুলত: পরিবর্তন করে নতুন করে তৈরি করতে হবে।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৩৮টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটের প্রায় ২৫০ শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। এর সঙ্গে শিক্ষার্থীদের জন্য মগ, কলমদানি, কোরআন-সিরাত গ্রন্থ, উত্তরীয়, নোটপ্যাড ও কলম উপহার হিসেবে বিতরণ করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের জন্য খাবারেরও আয়োজন করা হয়।