প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলায় নিহত অন্তত ১৪


প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলায় নিহত অন্তত ১৪

প্রশান্ত মহাসাগরে মাদক পরিবহনের সন্দেহে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী চারটি নৌকায় হামলা চালিয়েছে, যার ফলে অন্তত ১৪ জন নিহত হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এটি জানানো হয়েছে।

হামলায় আহতদের মধ্যে একজনকে মেক্সিকোর উদ্ধার ও তল্লাশি টিম উদ্ধার করেছে। হেগসেথের বরাতে বলা হয়েছে, “যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মাদকবিরোধী অভিযানে মৃতের সংখ্যা এখন ৫৭ জনে পৌঁছেছে।” তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আরও জানান, মার্কিন সামরিক বাহিনীর তিনটি পৃথক হামলায় মোট ১৪ জন মাদকচক্রের সদস্য নিহত হয়েছেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী উল্লেখ করেন, এই সব হামলা আন্তর্জাতিক জলসীমায় চালানো হয়েছে এবং কোনো মার্কিন সেনা হতাহত হননি। হেগসেথ বলেন, প্রশান্ত ও ক্যারিবীয় অঞ্চলে মাদক বহনকারী নৌকাগুলোর ওপর এই অভিযান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সম্প্রতি বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও জানান, সোমবার হামলায় চারটি নৌকাকে নিশানা করা হয়েছে, যেগুলো হেগসেথের বরাতে মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী পরিচিত মাদকপাচার রুট ধরে চলছিল। প্রথম হামলায় আটজন, পরবর্তী দুইটি হামলায় যথাক্রমে চার ও তিনজন নিহত হন। তবে উদ্ধারকৃত ব্যক্তির শারীরিক অবস্থা বা অবস্থান সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

হেগসেথ বলেন, “গত দুই দশক ধরে আমরা অন্যান্য দেশের নিরাপত্তায় কাজ করেছি। এখন আমরা আমাদের মাতৃভূমি রক্ষা করছি।”

সূত্র: বিবিসি, এএফপি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×