জিম্মির মরদেহের বাকি অংশ দিলো ফিলিস্তিনি গোষ্ঠী, জরুরি বৈঠকে নেতানিয়াহু


জিম্মির মরদেহের বাকি অংশ দিলো ফিলিস্তিনি গোষ্ঠী, জরুরি বৈঠকে নেতানিয়াহু

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস সোমবার ইসরায়েলের কাছে একটি কফিন হস্তান্তর করেছে, যার মধ্যে ছিল এক ইসরায়েলি জিম্মির মরদেহের বাকি অংশ। জানা যায়, এই মরদেহের অংশ ২০২৩ সালের নভেম্বর মাসে গাজা থেকে উদ্ধার করেছিল ইসরায়েলি সেনাবাহিনী।

তবে নতুন কোনো জিম্মির দেহ না দিয়ে পুরনো দেহাংশ ফেরত দেওয়ায় ইসরায়েলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করছে, হামাস এই পদক্ষেপের মাধ্যমে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে।

এই পরিস্থিতিতে মঙ্গলবার (২৮ অক্টোবর) জরুরি বৈঠকে বসেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৈঠকে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন, খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল।

দখলদারদের এক কর্মকর্তা জানিয়েছেন, “হামাস যুদ্ধবিরতির শুরু থেকেই চুক্তি লঙ্ঘন করছে। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।”

যদিও উল্লেখ্য, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক সপ্তাহের মধ্যেই ইসরায়েল গাজায় একদিনে প্রায় ৫০ ফিলিস্তিনিকে হত্যা করেছিল। এছাড়া চুক্তি অনুযায়ী মিসর-গাজা সীমান্তবর্তী রাফা ক্রসিং খোলার কথা থাকলেও তা এখনো কার্যকর হয়নি।

ফেরত দেওয়া কফিনে থাকা মরদেহের নাম অফির তাজাফাতি। ২০০৩ সালের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা তাকে ধরে নিয়ে যায়। এক মাস পর ইসরায়েলি সেনারা তার দেহের কিছু অংশ উদ্ধার করে, যা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছিল। নতুনভাবে বাকি দেহাংশ ফেরত দেওয়ার বিষয়টি ইসরায়েলে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×