আবারও ভূমিকম্পে কাঁপল তুরস্ক, মাত্রা ৬ দশমিক ১


আবারও ভূমিকম্পে কাঁপল তুরস্ক, মাত্রা ৬ দশমিক ১

তুরস্কের পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশটি। স্থানীয় সময় সোমবার রাত ১০টা ৪৮ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১টা ৪৮ মিনিটে) আঘাত হানে এ ভূমিকম্প।

দেশটির দুর্যোগ ও জরুরি অবস্থা ব্যবস্থাপনা সংস্থা আফাদ এক বিবৃতিতে জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বালিকেসির প্রদেশের সিন্দির্গি শহরের কাছাকাছি, যা ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫ দশমিক ৯৯ কিলোমিটার গভীরে অবস্থিত।

কম্পন অনুভূত হয় ইস্তানম্বুল, বুরসা, মানসিয়া ও ইজমিরসহ আশপাশের বেশ কয়েকটি প্রদেশে। আফাদের তথ্যমতে, সিন্দির্গিতে কিছু ঘরবাড়ি ধসে পড়েছে ও ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি।

এর আগে চলতি বছরের আগস্টেও একই মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল সিন্দির্গি। সেই ঘটনার পর থেকে বালিকেসির এলাকায় ছোট ছোট কম্পন নিয়মিতভাবে অনুভূত হচ্ছিল বলে জানায় স্থানীয় ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা।

বিশেষজ্ঞদের মতে, তুরস্ক ভূগর্ভের বৃহৎ টেকটোনিক ফল্টলাইনের ওপর অবস্থিত, যার কারণে দেশটিতে ভূমিকম্প একটি সাধারণ প্রাকৃতিক দুর্যোগ। ২০২৩ সালে দক্ষিণ ও দক্ষিণপূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে তুরস্কে ৫৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয় এবং হাজার হাজার ভবন ধসে পড়ে। একই ভূমিকম্পে প্রতিবেশী সিরিয়ার উত্তরাঞ্চলেও অন্তত ৬ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

সূত্র: এএফপি

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×