সম্প্রীতির বাংলাদেশ গড়তে হলে নতুন নেতৃত্বের বিকল্প নেই: নুরুল হক


সম্প্রীতির বাংলাদেশ গড়তে হলে নতুন নেতৃত্বের বিকল্প নেই: নুরুল হক

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, “আজ আমরা একটি স্বাধীন দেশে বাস করছি, গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখছি। তাই গণঅভ্যুত্থানের সুফল ঘরে তুলতে, নাগরিক অধিকার ফিরিয়ে আনতে এবং মারামারি, হিংসা ও বিদ্বেষমুক্ত নতুন বাংলাদেশ গড়তে নতুন নেতৃত্ব অপরিহার্য। সম্প্রীতির বাংলাদেশ গড়তে হলে নতুন নেতৃত্ব ছাড়া বিকল্প নেই। গণঅধিকার পরিষদ সেই নতুন নেতৃত্ব তৈরির কাজ করছে।”

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের দক্ষিণ বাজারে সিলেট-৬ (বিয়ানীবাজার–গোলাপগঞ্জ) নির্বাচনী আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট মো. জাহিদুর রহমানের সমর্থনে আয়োজিত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, “আমাদের রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল ফ্যাসিবাদের উত্তাল সময়ে। সে আন্দোলনে অসংখ্য নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু আমরা জনগণের মুক্তির লড়াইয়ে ক্ষান্ত হইনি, ঘরে ফিরে যাইনি।”

তিনি আরও বলেন, “আজকের পরিবর্তিত বাংলাদেশের পেছনে যাদের রক্ত ও ঘাম লেগে আছে, যাদের ত্যাগের ফলে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি—১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত সকল শহিদ, আহত ও পঙ্গু সংগ্রামীদের আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি।”

নুরুল হক নুর মন্তব্য করেন, “এখন সময় এসেছে পরিবর্তনের এই সংগ্রামকে ভোটের মাধ্যমে সফল করতে। যদি পুরোনো ধান্দাবাজ ও চাটুকার রাজনীতিবিদদের সুযোগ দেওয়া হয়, তবে দেশে ফের জুলুম ও নিপীড়নের রাজনীতি ফিরে আসবে।”

সমাবেশে তিনি আনুষ্ঠানিকভাবে সিলেট-৬ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট মো. জাহিদুর রহমানের হাতে ‘ট্রাক প্রতীক’ তুলে দেন এবং প্রার্থীর নাম ঘোষণা করেন।

নুর বলেন, “আগামী নির্বাচনে গণঅধ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণঅধিকার পরিষদ জোটবদ্ধভাবে নির্বাচন করবে। তবে অধিকাংশ আসনে দলীয় প্রার্থীরা ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×