যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ইউক্রেনে রাশিয়ার হামলা, নিহত ৬
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৪:২৬ পিএম, ২২ অক্টোবর ২০২৫
যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনার মুহূর্তেই নতুন করে রুশ হামলায় রক্তাক্ত হলো ইউক্রেন। ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণে প্রাণ হারিয়েছেন অন্তত ছয়জন, যাদের মধ্যে রয়েছে দুটি শিশুও। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য নিশ্চিত করে জানান, হামলায় আরও ২১ জন আহত হয়েছেন।
এই হামলার মাত্র কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠেয় এক শীর্ষ বৈঠকের পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। তিনি বলেন, “আমি অকার্যকর বৈঠক করতে চাই না।” এ সিদ্ধান্তকে রাশিয়া কার্যত যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান হিসেবে দেখছে, যা ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের শান্তি প্রচেষ্টায় বড় এক ধাক্কা।
এদিকে ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাতের দিকে ব্রায়ানস্ক সীমান্তের একটি রুশ রাসায়নিক কারখানায় তারা হামলা চালিয়েছে। যুক্তরাজ্যের সরবরাহ করা স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে পরিচালিত এই হামলাকে ‘সফল’ হিসেবে বর্ণনা করেছেন ইউক্রেনের সামরিক কর্মকর্তারা। তাদের ভাষ্য অনুযায়ী, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ভেদ করেই লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
বৈঠকের টানাপোড়েন এবং সামরিক উত্তেজনার এই সমান্তরালে ইউক্রেনের শহরগুলোতে বাড়ছে অসহায় মানুষের মৃত্যু, যা যুদ্ধবিরতির যেকোনো সম্ভাবনাকে আরও কঠিন করে তুলছে।
সূত্র: বিবিসি