জনসমক্ষে বোরকা নিষিদ্ধে পর্তুগালের পার্লামেন্টে বিল পাস
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৪:৪৭ পিএম, ১৮ অক্টোবর ২০২৫

জনসমক্ষে বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ করতে পর্তুগালের সংসদে একটি বিতর্কিত বিল পাস হয়েছে, যা দেশটির রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। দক্ষিণপন্থি চেগা দলের প্রস্তাবিত এই বিলটি শুক্রবার, ১৭ অক্টোবর পাস হয় এবং সঙ্গে সঙ্গেই আইনে পরিণত হয়।
নতুন আইনের অধীনে জনসমাগমপূর্ণ এলাকায় কেউ নিকাব বা বোরকা পরলে তাকে ২০০ থেকে ৪ হাজার ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। এছাড়া, কেউ যদি কাউকে মুখ ঢাকার জন্য বাধ্য করে, তাহলে তার সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারে।
তবে আইনটি কিছু ব্যতিক্রম রেখেছে। বিমানবন্দর, কূটনৈতিক এলাকা এবং ধর্মীয় স্থানে মুখ ঢাকার অনুমতি থাকবে।
বিলটি ঘিরে সংসদে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছিল। অবশেষে শুক্রবার সংসদে ভোটাভুটির মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্য এর পক্ষে মত দেন, যার ফলে এটি আইনে রূপ নেয়।
সূত্র: এবিসি নিউজ, আল জাজিরা