চীনে একসঙ্গে সেনাবাহিনীর ৯ শীর্ষ জেনারেল বহিষ্কার


চীনে একসঙ্গে সেনাবাহিনীর ৯ শীর্ষ জেনারেল বহিষ্কার

চীনের কমিউনিস্ট পার্টি (সিসিপি) সামরিক ক্ষেত্রে এক ব্যাপক শুদ্ধি অভিযান চালিয়ে নয়জন শীর্ষ জেনারেলকে বহিষ্কার করেছে। সাম্প্রতিক দশকে এটিই দেশের সেনাবাহিনীতে সবচেয়ে বড় ধরনের শুদ্ধি বলে বিবেচিত হচ্ছে। খবর দিয়েছে বিবিসি।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বহিষ্কৃত জেনারেলরা গুরুতর আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। তাদের দল ও সেনাবাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে এবং তারা এখন সামরিক আদালতের মুখোমুখি হবেন।

বহিষ্কৃতদের মধ্যে সবচেয়ে নজরকাড়া নাম হে ওয়েইডং। তিনি ছিলেন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পরে সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের (সিএমসি) উপ-সভাপতি। মার্চ থেকে জনসমক্ষে অনুপস্থিত থাকার কারণে তার উপর তদন্তের জল্পনা চলছিল।

অন্যান্য বহিষ্কৃতরা হলেন- সিএমসির রাজনৈতিক বিভাগের পরিচালক মিয়াও হুয়া,রকেট ফোর্সের প্রধান ওয়াং হৌবিন, নৌবাহিনীর রাজনৈতিক কমিশনার ইউয়ান হুয়াঝি, সশস্ত্র পুলিশের প্রধান ওয়াং চুননিং

বিশ্লেষকরা মনে করেন, এই অভিযান শুধু দুর্নীতিবিরোধী উদ্যোগ নয়, বরং এটি শি জিনপিংয়ের রাজনৈতিক ক্ষমতা আরও সুসংহত করার একটি পদক্ষেপও হতে পারে।

শি জিনপিং দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলা ও আনুগত্য জোরদারের মাধ্যমে দুর্নীতি দমন করেছেন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এর ফলে সেনাবাহিনী ও প্রশাসনে ভয় এবং স্থবিরতার সংস্কৃতি সৃষ্টি হতে পারে।

আগামী ২০ অক্টোবর দলের গুরুত্বপূর্ণ বৈঠক (ফোর্থ প্লেনাম) অনুষ্ঠিত হবে। বৈঠকে কারা উপস্থিত থাকবেন, তা দেখে বোঝা যাবে—এই শুদ্ধি অভিযান কতটা বিস্তৃত হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×